দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শেষের দিকে তিন কোম্পানির শেয়ার হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হল: ফার কেমিক্যাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং প্রেগ্রেসিভ লাইফ।
এর মধ্যে ফার কেমিক্যাল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স বিক্রেতা সংকটে এবং প্রোগ্রেসিভ লাইফ ক্রেতা সংকটে হল্টেড হয়।
সর্বশেষ তথ্যমতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যালের ৩৬ লাখ ৪৪ হাজার ৮৩৯টি শেয়ার ২ হাজার ৩৪৭ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৯ কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকা। এ সময় কোম্পানির ২ লাখ ৩৬ হাজার ৬৯৭টি শেয়ার ২৭.৮০ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রয়ের আবেদন না থাকায় শেয়ারটি হল্টেড হয়।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৩ লাখ ৪২ হাজার ৮০টি শেয়ার ১৭২ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪১ লাখ ১৫ হাজার টাকা। এ সময়ে কোম্পানির ৫ হাজার ৩৩০টি শেয়ার ১২.৩০ টাকা দরে ক্রয়ের আবেদন থাকলেও কোন বিক্রয়ের আবেদন ছিল না।
এদিকে, ক্রেতা সংকটে হল্টেড হওয়া প্রোগ্রেসিভ লাইফের ১ হাজার ৮২০টি শেয়ার ২৭ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ৮৯ হাজার টাকা। এ সময়ে কোম্পানিটির ২৩৫টি শেয়ার ৪৯.৯০ টাকা দরে বিক্রয়ের আবেদন ছিল এবং কোন ক্রয়ের আবেদন ছিল না।