দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬ কোম্পানির ১২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বার্জার পেইন্ট, বিএসআরএম স্টিল, ডেসকো, আইডিএলসি ফাইন্যান্স, কাশেম ড্রাইসেল এবং রেনেটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ৬ কোম্পানি মিলে মোট ১২ লাখ ৬ হাজার ৮৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি আইএফআইসি ফাইন্যান্সের লেনদেন হয়েছে। কোম্পানির আজ ৭ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা পাওয়ার ডেন্সিভিউশন ক্ম্পোনি (ডেসকো)। সোমবার কোম্পানির মোট ৪ লাখ ৪২ হাজার ৩৯৩টি শেয়ার লেনদেন হয় । যার আর্থিক মূল্য ২ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকা।
এরপর রেনেটার ৩১ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছ। যার আর্থিক মূল্য ৩ কোটি ৫১ লাখ ২৩ হাজার টাকা। বিএসআরএম স্টীলের ১৫ হাজার শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১৫ লাখ ৪৫ হাজার টাকা।
এছাড়া কাশেম ড্রাইসেলের ১০ হাজার এবং বার্জার পেইন্টের ৮ হাজার শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য যথাক্রমে ৮ লাখ ৬০ হাজার ও ১ কোটি ৭২ লাখ টাকা।