ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘বিনা খরচে রেমিট্যান্স যোদ্ধাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

২০২৪ অক্টোবর ২১ ২০:৫৬:২৮
‘বিনা খরচে রেমিট্যান্স যোদ্ধাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘লেবাননে প্রায় ১ লাখের মতো বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৮০০ জন দেশে ফিরে আসার ইচ্ছা পোষণ করেছেন। এই সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে। বাংলাদেশ সরকার আইওএমের সহযোগিতায় বিনা খরচে এই রেমিট্যান্স যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনার জন্য যত রকম প্রচেষ্টা নেওয়ার, সেটা নেওয়া হচ্ছে।’

আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।

লেবাননের পরিস্থিতি খুব খারাপ জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘কী রকম খারাপ অবস্থা থাকলে একটা পুরো পরিবারকে ওইখান থেকে চলে আসতে হয়! ওনারা সরাসরি বৈরুত থেকে আসতে পারেননি। বৈরুত থেকে একটা এয়ারলাইনসের মাধ্যমে জেদ্দাতে গিয়েছেন। জেদ্দা থেকে এখানে এসেছেন।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমি যখন ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন এখানে ইসরায়েলের বাহিনী এমন ভয়াবহ হামলা করছে যে, ওনারা দক্ষিণ লেবানন থেকে উত্তর লেবাননে গিয়েও হামলার শিকার হয়েছেন। লেবাননে এমন কোনো জায়গা নেই যেখানে তাঁরা নিজেদের নিরাপদ রাখতে পারেন।’

তিনি বলেন, ‘আমাদের অনেক ভাই-বোনরা সমুদ্রের পাড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাদের ফিরিয়ে আনার জন্য যত টাকা প্রয়োজন আমরা খরচ করবো।’

বিনা খরচে প্রবাসীদেতর ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘তাদের সহায়তা দিতে আমাদের ইতিমধ্যে ১৭ কোটি ৫৫ লাখ খরচ হয়েছে। এর মধ্যে খাদ্য সহায়তা বাবদ ৫৫ লাখ খরচ হয়েছে। আইওএম তাদের খরচে ২০০ জনকে নিয়ে আসবে।’

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে