দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দ্বিতীয় সপ্তাহে টপটেন গেইনার তালিকায় বিমা খাতের রাজত্ব রয়েছে। আজ সোমবার গেইনার তালিকার ১০ কোম্পানির মধ্যে ৯টিই বিমা খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
টপটেন গেইনারের তালিকার মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১২.৩০ টাকায়। এদিন কোম্পানির ৩ লাখ ৪২ হাজার ৮০টি শেয়ার ১৭২ বার হাতবদল হয়।
এছাড়া কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.২৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করে । আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৫.৩০ টাকায়। এদিন কোম্পানিটি ১২ লাখ ৪ হাজার ৫১৭টি শেয়ার ৪২০ বার হাতবদল হয়।
গেইনার তালিকায় থাকা অন্য বিমা কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.২৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.১৮ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৭.২৮ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৭.০৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৯৪ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৬.৬০ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.৩৪ শতাংশ দর বেড়েছে।
তবে, টপটেন গেইনোরের তালিকার শীর্ষে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল। আজ সোমবার কোম্পানির শেয়ার দর ৯.৮৮ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে আসে। আর সারাদিনে কোম্পানির ৩৬ লাখ ৪৪ হাজার ৮৩৯টি শেয়ার ২ হাজার ৩৪৭ বার হাতবদল হয়। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ২৭.৮০ টাকায়।