ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪
Sharenews24

ক্ষতিগ্রস্ত কারখানাগুলোকে আর্থিক সহায়তায় কমিটি গঠন

২০২৪ অক্টোবর ৩১ ১২:০০:১৯
ক্ষতিগ্রস্ত কারখানাগুলোকে আর্থিক সহায়তায় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক খাতে বিদ্যমান শ্রম অসন্তোষের কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিষয় পর্যালোচনা করে সংকট থেকে উত্তরণে সহায়তার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২৭ অক্টোবরের অফিস আদেশ অনুসারে, ১০-সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটিকে এসব প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ এবং প্রোফাইলিং বিষয়ে পর্যালোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কারখানাগুলোর সমস্যা সমাধানের সম্ভাব্য রূপরেখাসহ কমিটিকে এক সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডিপার্টমেন্ট অব ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট-এর অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আরিফ আহমেদ খানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে অর্থ বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, শিল্প পুলিশ, বিজিএমইএ, উদ্যোক্তা এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন।

আরিফ আহমেদ খান বলেন, 'প্রয়োজনে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার ক্ষমতা রয়েছে এ কমিটির। এটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।'

শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, 'শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ সার্ভিস বেনিফিট পরিশোধের ক্ষেত্রে বাধা চিহ্নিত করে সুপারিশসহ সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে কমিটি।'

'এ কমিটির সুপারিশ অনুযায়ী কারখানাগুলোর সংকট উত্তরণে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে,' জানান শ্রম সচিব।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে