ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

শান্তর উপরই আস্থা বিসিবির

২০২৪ নভেম্বর ০২ ১০:৩২:১৮
শান্তর উপরই আস্থা বিসিবির

ক্রীড়া ডেস্ক : অধিনায়কত্ব করতে না চাইলেও নাজমুল হোসেন শান্ ‘র উপরই আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এজন্য তিন ফরম্যাটের দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে শান্তকে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে খেলতে শনি ও রোববার দুই ভাগে ঢাকা ছাড়বে বাংলাদেশ। এজন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। যেখানে অধিনায়ক হিসেবে শান্তকেই বেছে নিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব করতে চাচ্ছেন না শান্ত, এমন কথা উঠলেও আপাতত সেসব নিয়ে চিন্তা করছে না বোর্ড।

বোর্ডের দাবি, দল নেতৃত্বের দিক থেকে স্থিতিশীল অবস্থায় আছে। এ সময় তাকে সরিয়ে নতুন কাউকে এনে পরিস্থিতি আরও জটিল করার চিন্তা নেই। ফলে শান্তর উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট ও বিসিবি।

বোর্ড সভাপতির সঙ্গে আলাপচারিতায় শান্ত নিজের পারফরম্যান্সের বিষয়টি সামনে এনেছিলেন। অফফর্মে থাকা একজন অধিনায়ক দলকে উৎসাহিত করতে পারছেন না, এমন কথাও বলেছেন। পাকিস্তান সিরিজের পর ভারত সফর ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সামনে থেকে নেতৃত্ব দান করতে না পারার ব্যর্থতার কথা বলেছেন অধিনায়ক। সেসব আমলে নিয়ে ফারুক আহমেদ শান্তকে পুরো দলের সিনারিও বোঝানোর চেষ্টা করেছেন।

বিসিবির একজন পরিচালক বলেছেন, ‘দল ঘোষণায় পরিস্কার হয়েছে অধিনায়কত্ব নিয়ে বোর্ডের ভাবনা। আমাদের বোর্ড সভাপতিও আগে নিশ্চিত করেছেন, শান্তর সঙ্গে তিনি কথা বলবেন। শান্ত আমাদের প্রতিশ্রুতিশীল একজন ক্রিকেটার এবং অধিনায়কত্বে সে নিজেকে প্রমাণ করেছে। পারফরম্যান্সের ঘাটতি ক্রিকেটের প্রক্রিয়ার অংশ। শেষ দুইটি সিরিজে পুরো দলই খারাপ করেছে। অধিনায়কত্বের ওপর পুরো দোষ চাপিয়ে লাভ নেই। আশা করছি সামনে নতুন একটি সিরিজ, পুরো দল নতুন করেই উদ্যোমী হয়ে উঠবে।’

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে