ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যেমন কাটলো বলিউড বাদশার জন্মদিন

২০২৪ নভেম্বর ০৩ ১২:৫৭:০৪
যেমন কাটলো বলিউড বাদশার জন্মদিন

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। গত ২ নভেম্বর ৬০ বছরে পা দিলেন বাদশা। প্রিয় অভিনেতার জন্মদিনের আগের দিন রাতে মান্নাতের বাড়ির সামনে ভিড় করতে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু এবার মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেননি শাহরুখ।

প্রায় প্রতি বছরই বারান্দায় দাঁড়িয়ে আইকনিক পোজ দেন শাহরুখ খান। এবার কি কারণে ভক্তদের দেখা দেননি তা অজানা। ধারণা করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত তার। তবে ভক্তদের নিয়ে ইনডোর ইভেন্টের আয়োজন করেছিলেন শাহরুখ। সেখানে কিং খান জানান, জন্মদিনের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন। তারপর সন্তানদের সঙ্গে সময় কাটান।

ভক্তদের মুখোমুখি হয়ে ‘ শাহরুখ খান বলেন, ‘আজ ঘুম থেকে দেরিতে উঠেছি। কারণ গতকাল রাতে ডিনার ছিল। ঘুম থেকে উঠার পর আমার ছোট ছেলে আব্রামের সঙ্গে সময় কাটাই। ওর আইপ্যাড ঠিকমতো চলছিল না। এরপর মেয়ে আসে ওর সমস্যা নিয়ে। ওর পোশাক ফিটিংস ঠিক ছিল না। তারপর আসে বড় ছেলে…।’

ধৈর্যের শিক্ষাটা পরিবার থেকে শিখেছেন শাহরুখ খান। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি, যত বেশি বাচ্চা হবে, মানুষকে ততটাই ধৈর্যশীল হতে হবে। এই শিক্ষাটা আমি আমার বাড়ি থেকে কাজের জায়গায় বয়ে বেড়াই। এটা অনেক ধৈর্যের, অনেক ভালোবাসার, অনেক যত্নের। শুটিং সেটেও কারো কোনো কিছু ঠিকমতো না চললে, তাও আমি ঠিক করে থাকি। আমি মনে করি, একমাত্র ধৈর্য জিনিসটা আমি আমার পরিবার থেকে শিখেছি।’

জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সঙ্গে কেক কাটেন শাহরুখ খান। সেই মুহূর্তের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। তা ছাড়া দেশ-বিদেশের ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন এই নায়ক। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এস/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে