ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

৯০ হাজার বিদেশি কর্মী নিয়োগ করবে মালয়েশিয়া

২০২৪ নভেম্বর ০৮ ২০:৫৮:৪২
৯০ হাজার বিদেশি কর্মী নিয়োগ করবে মালয়েশিয়া

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা ২৫ লাখ। বর্তমানে দেশটিতে ২৪ লাখ এক হাজার বিদেশি কর্মী কাজ করছেন। ফলে আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৯০ হাজার বিদেশি কর্মী নিয়োগ দিতে পারে দেশটি।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিশন ইসমাইল জানান, অর্থ মন্ত্রণালয় নির্ধারিত ডিসেম্বরের মধ্যে ২৫ লাখ কর্মী নিয়োগের সীমা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন বিদেশি কর্মী কোটা স্থগিত করেছে।

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় ২৪ লাখ এক হাজার নিবন্ধিত বিদেশিকর্মী রয়েছেন। ফলে ডিসেম্বর পর্যন্ত সীমা ছুঁতে ৯০ হাজারের মতো কোটা খালি রয়েছে। ডিসেম্বরের মধ্যে ৯০ হাজার বিদেশিকর্মী নিতে পারে মালয়েশিয়া

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইল জানিয়েছে, এই সীমা দেশের মোট কর্মী সংখ্যার ওপর নির্ভর করে, যা অর্থ মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত।

মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, বিদেশিকর্মী নিয়োগের সংখ্যা ২৫ লাখের বেশি হওয়া উচিত নয়। বর্তমানে এই সীমার নিচে মাত্র এক লাখ অবশিষ্ট রয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রণালয় সেপ্টেম্বর থেকে নতুন আবেদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। তবে কৃষি, বাগান, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে চাহিদা পুনর্মূল্যায়নে ত্রৈমাসিক পর্যালোচনা করা হচ্ছে। এই পাঁচ খাতের মধ্যে কৃষি ও বাগান খাতে শ্রমিক সংকট রয়েছে।

সাইফুদ্দিন নাসিশন ইসমাইল জানান, স্থগিতাদেশ সত্ত্বেও এসব খাতে শ্রমিক সংকট সমাধানের জন্য আলোচনা চলছে। প্ল্যান্টেশন ও কমোডিটি মন্ত্রী জোহারি আবদুল গনি আগেই এই খাতে শ্রমিক আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এখানে এখনো প্রয়োজনীয় কর্মী সংখ্যা পূরণ হয়নি।

মামুন/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে