ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে সরকার: খোকন

২০২৪ নভেম্বর ০৯ ১৫:৫২:৩৯
দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে সরকার: খোকন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশাবাদী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইউথ পার্লামেন্ট-২০২৪ এ তিনি এ আশা প্রকাশ করেন।

ব্যারিস্টার খোকন বলেন, ‘জনগণ এই সরকারকে সমর্থন দিচ্ছে, আমরাও দিচ্ছি। কিন্তু কেউ কেউ আবার রাজনৈতিক দল করার চেষ্টা করবে সরকারের মধ্যে, এটা মনে হয় ভুল হবে।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল করার চিন্তাভাবনা যদি করেন তাহলে তো আর নিরপেক্ষ থাকলেন না। অন্তর্বর্তী সরকার আর থাকবেন না দলীয় সরকার হয়ে যাবেন। আবার শেখ হাসিনার অবস্থা হয়ে যাবে। এটা আমরা আশা করি না।’

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে