ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নালা থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার

২০২৪ নভেম্বর ১০ ০৯:২২:১৭
নালা থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাটে নিখোঁজের ৭ দিন পর নালা থেকে শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাত তিনটার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি নালা থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এ সময় শিশুটির গলায় রশি পেঁচানো ছিল।

এ ঘটনায় মুনতাহার গৃহশিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।

মুনতাহার বাবা দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রি করেছিলেন তিনি।

গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা। পরে আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে