ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

রাশিয়ার রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা

২০২৪ নভেম্বর ১০ ১৬:০৩:৩৬
রাশিয়ার রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর তুলাতে একটি রাসায়নিক কারখানায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রাশিয়ার কর্তৃপক্ষ হামলার কথা স্বীকার করেনি। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার পশ্চিমাঞ্চলের শিল্প স্থাপনাকে লক্ষ্য করে এই হামলাটি কিয়েভের ড্রোন হামলার একটি উল্লেখযোগ্য সর্বশেষ ঘটনা।

মস্কোর প্রায় ১২০ মাইল দক্ষিণে অবস্থিত একটি শহর তুলার রাসায়নিক প্ল্যান্টটি প্রতিরক্ষাসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত রাসায়নিক উত্পাদনের জন্য পরিচিত।

ইউক্রেনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেননি, তবে এই হামলা রাশিয়ার লজিস্টিক এবং শিল্প সক্ষমতা দুর্বল করার জন্য কিয়েভের বৃহত্তর কৌশলের অংশ বলে মনে হচ্ছে।

এতে হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই হামলাটি রাশিয়ার সামরিক অভিযানে কোনো ব্যাঘাত ঘটিয়েছে কিংবা আঞ্চলিক নিরাপত্তার জন্য বৃহত্তর হুমকি সৃষ্টি করেছে কি না তাও স্পষ্ট নয়।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে