ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ছুটি দেননি বস, ভিডিওকলে বিয়ে করলেন যুবক

২০২৪ নভেম্বর ১১ ২০:০৩:৩৬
ছুটি দেননি বস, ভিডিওকলে বিয়ে করলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে কর্পোরেট চাকরির চাপে নাকানি চোবানি খাচ্ছেন অনেকে। এত চাপে পার্সোনাল ও প্রফেশনাল লাইফের মধ্যেকার ব্যালেন্স উধাও হয়েছে আগেই। এবার বিয়ে করতে গিয়েও ফ্যাসাদে পড়তে হলো এক যুবককে।

বিয়ের জন্য ছুটি চাইলেও তা মঞ্জুর হয়নি। তাই ভিডিয়ো কলেই করতে হলো বিয়ে। সম্প্রতি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে।

পাত্র ভারতীয়। তিনি বিলাসপুরের বাসিন্দা আদনান মহম্মদ। তবে কর্মসূত্রে তিনি থাকেন তুরস্কে। এ দিকে পাত্রী হিমাচলপ্রদেশের মান্ডির বাসিন্দা।

গত সোমবার এই যুবক-যুবতীর ‘নিকাহ’-র কথা ছিল। তার জন্য বসের কাছে ছুটিও চেয়েছিলেন আদনান। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। এ দিকে পাত্রীর দাদু অসুস্থ। তিনি দ্রুত তাঁদের বিয়ে দিতে চেয়েছিলেন। তাই বিয়ের দিনক্ষণ বাতিল করা হয়নি। নির্ধারিত দিনেই বিয়ে হলো আদনানের। তবে তা সম্পন্ন হলো ভিডিয়ো কলে। দু’ পক্ষই এই ‘ভার্চুয়াল নিকাহ’-তে রাজি হয়।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে