ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত: মির্জা ফখরুল

২০২৪ নভেম্বর ১৩ ১৬:৩০:১৩
বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে বিএনপি নেতারা সবকিছু নিয়ন্ত্রণ করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোন কিছু নিয়ন্ত্রণ বা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে সারাদেশের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের নতুন টিনসেড ভবনের ভিত্তি স্থাপন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভায় যোগ দেন তিনি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে