ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

১ কোটি ৪১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৪ নভেম্বর ৩০ ১২:২৪:২৫
১ কোটি ৪১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে দুই কোম্পানির দুই উদ্যোক্তা পরিচালক ১ কোটিপ ৪১ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো : মনোস্পুল পেপার এবং ওয়োলটন।

জানা গেছে, কোম্পানি দুইটির দুইজন উদ্যোক্তা পরিচালক ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে।

এর মধ্যে মনোস্পুল পেপারের উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন ২০ লাখ ২০ হাজার শেয়ার আর ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক এম রেজাউল আলম ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

মনোস্পুল পেপারের উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন তার স্ত্রী দিলারা মোস্তফার কাছে ১০ লাখ ২০ হাজার শেয়ার এবং ছেলে মোস্তফা আজাদ মহিউদ্দিনের কাছে ১০ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক এম রেজাউল আলম তার মেয়ে রোশমি রুহির কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার এবং স্ত্রী ফাহিমা হুসনের কাছে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন।

উভয় উদ্যোক্তা পরিচালক উপহার হিসেবে শেয়ারগুলো হস্তান্তর সম্পন্ন করবেন।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে