ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

১০৯ এজেন্সিতে কেউ প্রাক নিবন্ধন না করায় ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

২০২৪ নভেম্বর ৩০ ১৩:৪৯:৫৯
১০৯ এজেন্সিতে কেউ প্রাক নিবন্ধন না করায় ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : অনুমোদিত ১০৯টি হজ এজেন্সি থেকে আগামী বছরের হজের জন্য প্রাক-নিবন্ধন করেননি একজনও। এজন্য এজেন্সিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে এজেন্সি গুলোকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজের জন্য এরই মধ্যে সর্বমোট ৯৩৭টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সির মধ্যে ১০৯টি হজ এজেন্সির কোনো প্রাক-নিবন্ধিত হজযাত্রী নেই।

এ অবস্থায় এ হজ এজেন্সিগুলোকে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন না করার জন্য কেন হজ ২০২৫ মৌসুমের যোগ্য তালিকা হতে বাদ দেওয়া হবে না তার ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

চিঠিতে আরও জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত যোগ্য এজেন্সির তালিকার শর্তাবলী ১(ঝ) এর শর্ত নিম্নরূপ- প্রকাশিত তালিকার কোনো এজেন্সি হজ ২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী বছর হজে যেতে প্রাথমিক নিবন্ধন আজ শেষ হওয়ার কথা। কিন্তু নিবন্ধনের সাড়া না পাওয়ায় সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে