ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Sharenews24

সিলেটের বিয়ানীবাজারে চিনি লুট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০২৪ জুন ১৬ ১৫:০৮:৩২
সিলেটের বিয়ানীবাজারে চিনি লুট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে সরকারি নিলাম ডাক থেকে কেনা ব্যবসায়ীর ২৪ লাখ টাকার চিনি লুট হয়ে গেছে।

এই ঘটনায় রোববার (১৬ জুন) উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে থানা পুলিশ বিয়ানীবাজার পৌরসভার নিদনপুরে অভিযান চালিয়ে তাহমিদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এর আগে গত ১৪ জুন চিনি লুটের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সফিউল্লাহ সাগরের সঙ্গে তাহমিদের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও প্রকাশ হয়।

পাশাপাশি ‘সিলেটে দুই নেতার ফোনালাপ ছাত্রলীগের লুট করা চিনি, পিঁপড়ার মতো ভাগাভাগি!’ শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

তাহমিদকে গ্রেপ্তারের পর জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, মামলার পর থেকে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপ এবং লুন্ঠিত চিনি উদ্ধারে ও জড়িত আসামিদের গ্রেপ্তারে তৎপরতা ছিল।

পুলিশ জানিয়েছে, ধারাবাহিক অভিযানের এক পর্যায়ে এই মামলার তদন্তে প্রকাশিত অন্যতম আসামি তাহমিদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে