ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Sharenews24

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ লড়াকু তিন দল

২০২৪ জুন ১৭ ১৬:৩৫:৪৮
সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ লড়াকু তিন দল

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে হারলেও বাকি তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম দল হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।

এবার সবার চোখ সুপার এইটের দিকে। আগামী ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ। আট দলকে দুই গ্রুপে ভাগ করে চলবে এই পর্বের খেলা।

গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে ওঠায় বাংলাদেশের খেলবে গ্রুপ ‘১’-এ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। এদের মধ্যে সেরা দুটি দল খেলবে সেমিফাইনাল।

সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২১ জুন সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিগাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

একই ভেন্যুতে পরদিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। এরপর ২৫ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ হবে আফগানিস্তান। ওইদিন সকাল সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সুপার এইটের সূচি:

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া২১ জুন, সকাল ৬:৩০নর্থ সাউন্ড, অ্যান্টিগা

বাংলাদেশ বনাম ভারত২২ জুন, রাত ৮:৩০নর্থ সাউন্ড, অ্যান্টিগা

বাংলাদেশ বনাম আফগানিস্তান২৫ জুন, সকাল ৬:৩০কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট

মামুন/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে