ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Sharenews24

বিশ্বকাপে চার ওভারে রান না দেয়ার ইতিহাস

২০২৪ জুন ১৮ ০৬:৪৬:১৬
বিশ্বকাপে চার ওভারে রান না দেয়ার ইতিহাস

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন রান না দেয়ার ইতিহাস সৃষ্টি করেছেন।

ত্রিনিদাতে পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিজের করা বোলিং স্পেলে চারটি পরপর মেইডেন ওভার দিয়ে ক্রিকেটের ইতিহাসে নিজের নাম খোদাই করলেন এই পেসার।

এই অসাধারণ কৃতিত্ব টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে প্রথমবার কোনো বোলার অর্জন করেছেন।

ফার্গুসনের স্পেলটি শুধু কিপটে ছিল তা না এর সাতে বিধ্বংসীও ছিল। তিনি তিনটি উইকেট নিয়েছিলেন এবং একটি রানও দেননি।

ফার্গুসনের চারটি মেইডেন ওভার বিশ্বকাপের আগের রেকর্ডকে ভেঙে দেয়, যা শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, ভারতের হরভজন সিং ও বাংলাদেশের তানজিম সাকিবের দখলে ছিল, যারা ২০১২ সালে দুটি মেইডেন ওভার করেছিলেন।

৩৩ বছর বয়সী এই পেসার তার প্রথম বলেই উইকেট নিয়ে তার ঐতিহাসিক স্পেল শুরু করেন, পিএনজি অধিনায়ক আসাদ ভালাকে ৬ রানে আউট করেন। ফার্গুসন নতুন ব্যাটারদের ওপর চাপ বজায় রাখেন এবং ওভারটি মেইডেন দিয়ে শেষ করেন।

পাওয়ারপ্লের পরে তিনি আরেকটি মেইডেন ওভার করেন। ১২তম ওভারে ফিরে এসে তিনি চার্লস আমিনিকে ১৭ রানে আউট করেন এবং তার স্পেলের শেষ ওভারে চাদ সোপারকে ১ রানে আউট করে উইকে-মেইডেন ওভার দিয়ে তার অসাধারণ স্পেল শেষ করেন।

ফার্গুসন ঐতিহাসিক স্পেল ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি মেইডেনের রেকর্ডও তার।

এএসএম/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে