ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Sharenews24

শান্তিতে নোবেলজয়ী নার্গিসের এক বছরের কারাদণ্ড

২০২৪ জুন ১৮ ২১:৩৯:৪৯
শান্তিতে নোবেলজয়ী নার্গিসের এক বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট : নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর’ জন্য কারাদন্ড দিয়েছে। ইরানের একটি আদালত তাকে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জুন) কারাবন্দী এই নোবেল বিজয়ীকে দেওয়া আদালতের সাজার কথা জানিয়েছেন তার এক আইনজীবী।

নার্গিস মোহাম্মদী ইরানে মহিলাদের জন্য বাধ্যতামূলক হিজাব এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণার জন্য পরিচিত। তিনি অতীতে এই ধরনের আন্দোলন ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এসব মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে বন্দী রয়েছেন।

নার্গিস মোহাম্মদীর আইনজীবী মুস্তাফা নিলি সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্টে বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে মানহানির অভিযোগে মোহাম্মদীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইনজীবী মুস্তাফা নিলি বলেন, নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদীকে সংসদ নির্বাচন বয়কটের আহ্বান, সুইডিশ ও নরওয়েজিয়ান আইনপ্রণেতাদের চিঠি এবং সাংবাদিক দিনা গালিবাফ সম্পর্কে মন্তব্যের জন্য শাস্তি দেওয়া হয়েছিল।

এএসএম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে