ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Sharenews24

সিলেটে হাঁটু থেকে কোমরসমান পানি, আতঙ্কে মানুষ

২০২৪ জুন ১৯ ১৪:০৯:২৮
সিলেটে হাঁটু থেকে কোমরসমান পানি, আতঙ্কে মানুষ

নিজস্ব প্রতিবেদক : সিলেট শহরে দুই দিন আগেও হাঁটু পানি ছিল। তারপরও মানুষ দিশেহারা অবস্থায় ছিল। আজ বুধবার ((১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর উপশহর এলাকায় দুদিনের ব্যবধানে পানি বেড়ে হয়েছে কোমরসমান। পানি আরও বাড়ার আশঙ্কায় নগরবাসী আতঙ্কে পড়ে অন্যত্র সরে যাওয়ার বিপর্যয়ে রয়েছেন।

স্থানীয়রা জানায়, ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সোমবার থেকে সিলেটে বন্যা দেখা দিয়েছে। এর আগে গত ২৯ মে সিলেটে বন্যা হয়েছিল, সেটি ৮ জুনের পর অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।

প্রথম দফার রেশ না কাটতেই দ্বিতীয় দফায় সিলেট নগরসহ সব কটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে জেলার উপশহর, যতরপুর, তালতলা, জামতলা, ছড়ারপাড়, কামালগড়, মাছিমপুর, ঘাসিটুলা, শামীমাবাদ এলাকাসহ নিচু এলাকার অনেক বাসিন্দা ঘর ছেড়ে পরিচিতজন কিংবা আশ্রয়কেন্দ্রের উদ্দেশে যাচ্ছে।

অনেকে ঘরে কয়েক স্তরে ইট ফেলে সেখানে খাট তুলে কোনোরকমে থাকার ব্যবস্থা করছে। তবে অবস্থার যদি আর সামান্য অবনতি হয়, তাহলে এই অবস্থায়ও থাকা যাবে না। বাধ্য হয়ে অন্যত্র সরতে হবে। এই নিয়ে বাসিন্দারা রয়েছেন দিশেহারা অবস্থায়।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে