ঢাকা, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

পতনের কারণ নেই সামিট পাওয়ারের

২০২৪ জুন ১৯ ১৫:৩৯:১০
পতনের কারণ নেই সামিট পাওয়ারের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের শেয়ার দর অস্বাভাবিক হারে কমছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে।

কোম্পানিটিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা আতঙ্কের মধ্যে রয়েছে। ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর পতনের কোনো কারণ নেই।

এর আগে ডিএসই কর্তৃপক্ষ সামিট পাওয়ারের কোম্পানি কর্তৃপক্ষের কাছে পতনের কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায়। ডিএসইর ব্যাখ্যার উত্তরে সামিট পাওয়ার জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর কমছে।

উল্লেখ্য, গত ২০ মে সামিট পাওয়ারের শেয়ার দর ছিল ২২ টাকা ২০ পয়সা। যা ১৩ জুন লেনদেন শেষে দাঁড়িয়েছে ২০ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ গত ১ মাসে শেয়ারটির দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ শতাংশ।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে