ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রের বিপক্ষে রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার

২০২৪ জুন ১৯ ২৩:৪২:৩৬
যুক্তরাষ্ট্রের বিপক্ষে রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট খেলতে নেমে যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।

আজ বুধবার (১৯ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠান যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোনস।

দলীয় ১৬ রানের মাথায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পেসার নেত্রাভাকারের বলে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হেন্ডরিক্স। ১১ রান করেন তিনি।

এরপর কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম মিলে ১১০ রানের বিশাল পার্টনারশিপ গড়েন বড় স্কোরের ভিত। মার্করাম ৩২ বলে ৪৬ রান করেন। ডি কক ৪০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। ৭টি বাউন্ডারির ​​সাথে ৫টি ছক্কা হাঁকান তিনি।

মাঠে আউট হন ডেভিড মিলার। সে সোনালি হাঁসকে আঘাত করল। হেনরিক ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস শেষ পর্যন্ত অপরাজিত ৫৩ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার জন্য একটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলেন। ক্লাসেন ২২ বলে ৩৬ রানে এবং স্টাবস ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

যুক্তরাষ্ট্রের সৌরভ নেত্রওয়ালকার ও হরমিত সিং দুটি করে উইকেট নেন। বড় স্কোরের দিনেও এই দুই বোলার যথেষ্ট মিতব্যয়ী ছিল। চার ওভারে সৌরভ ২১ ও হরমিত ২৪ রান দেন।

মিজান/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে