ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Sharenews24

বড় উত্থানের দিনেও ক্রেতা নিখোঁজ ১৭ কোম্পানির

২০২৪ জুন ২০ ১৫:৩১:৩২
বড় উত্থানের দিনেও ক্রেতা নিখোঁজ ১৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা দীর্ঘদিন যাবত পতনের বড় মাতম দেখেছে। উত্থানের বড় চিত্র খুব একটা দেখেনি। বলা যায়, উত্থানের বhড় চিত্র তাদের কাছে যেন স্বপ্ন হয়ে গেছে।

তবে বিনিয়োগকারীরা আজ উত্থানের বড় চিত্র দেখেছে। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএস) প্রধান সূচক বেড়েছে প্রায় ৮৩ পয়েন্ট। এর আগে গত মাসে একদিন উত্থানের এমন চিত্র দেখেছিল বিনিয়োগকারীরা।

কিন্তু উত্থানের এমন বড় চিত্রের মধ্যেও এদিন ক্রেতা মিলেনি ১৭ প্রতিষ্ঠানের। লেনদেনের শেষভাগে বাজারে যখন চাঙ্গাভাব রাঙাচ্ছিল, তখন ওইসব প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিটের ক্রেতারা নিখোঁজ হয়ে যায়। কোম্পানিগুলো হলো-গোল্ডেন হার্ভেস্ট, ন্যাশনাল টি, আইসিবি ইসলামী ব্যাংক, পিপলস লিজিং, সাফকো স্পিনিং, মিথুন নিটিং, আইসিবি অগ্রণী-১ মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল-১ মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল-১ মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক-১ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, নূরানি ডাইং, টুংহাই নিটিং, জাহিন টেক্স, তাল্লু স্পিনিং ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

আজ প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট বিএসইসির বেঁধে দেওয়া সর্বোচ্চ ৩ শতাংশ দর কমার নিয়মে ক্রেতাশুন্য থাকে। প্রতিষ্ঠানগুলোর দর আজ কমেছে ১.৭৪ শতাংশ থেকে ২.৯৯ শতাংশ পর্যন্ত।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে