ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Sharenews24

একদিনেই শেয়ারটির দর বেড়েছে ৪২৪ টাকা!

২০২৪ জুন ২০ ১৬:০৪:৩৭
একদিনেই শেয়ারটির দর বেড়েছে ৪২৪ টাকা!

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫৪০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ডিভিডেন্ড ঘোষণার প্রেক্ষিতে আজ কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো সার্কিট ব্রেকার ছিল না। এই সুযোগে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২৪ টাকা ১০ পয়সা বা ৪৩.০৪ শতাংশ।

আগের দিন কোম্পানির শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৮৫ টাকা ৩০ পয়সা। আজ ক্লোজিং দর হয়েছে ১৪০৯ টাকা ৪০ পয়সা।

গত ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১৩৯৮ টাকায় এবং সর্বনিম্ন ৮৮০ টাকায়।

৩১ অক্টোবর, ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭ টাকা ২৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫০ টাকা ৯৯ পয়সা।

উল্লেখ্য, ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ি, কোম্পানিটির মোট শেয়ারের ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ২৯.৩০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১০.৭০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে