ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Sharenews24

শেয়ারবাজার টেনে নামাল ৮ কোম্পানির শেয়ার

২০২৪ জুন ২৪ ১৬:০৫:১০
শেয়ারবাজার টেনে নামাল ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ পতনের পর ঈদের দুই দিন আগে দেশের শেয়ারবাজার ইতিবাচক প্রবণতায় ফেরে। তারপর ঈদের পর আরও তিন দিন ইতিবাচক প্রবণতা বজায় থাকে। কিন্তু আজ সোমবার শেয়ারবাজারে আবারও বড় পতন চেপে বসে।

এদিন লেনদেনের শুরুতে উভয় বাজারে ইতিবাচক ধারা দেখা গেলেও যতই সময় গড়াচ্ছিল, বাজারে নেতিবাচক ধারা ততই চেপে বসছিল। এক পর্যায়ে ডিএসইর সূচক ৪৫ পয়েন্টের বেশি গায়েব হয়ে যায়। এই সময়ে কিছু বড় মূলধনী কোম্পানির কোম্পানির শেয়ারে সেল প্রেসার দেখা যায়। কোম্পানিগুলোর দেখাদেখি অন্যান্য বাজার নিয়ন্ত্রক কোম্পানির শেয়ারের দামও পড়তে থাকে। ফলে বাজারে নেতিবাচক চাপ অনিবার্য হয়ে দেখা দেয়। তারপরও রেনেটা, ইউনিলিভার, আল-আরাফা ব্যাংক, লাফার্জ হোলসিম, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোনের মতো ব্লু চিপস ও বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম ওঠাতে সূচকের পতন প্রায় অর্ধেকে নেমে আসে।

আজ যেসব কোম্পানির শেয়ার দাম পড়াতে বাজার নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়, সেগুলোর মধ্যে ছিল বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, কোহিনূর কেমিক্যাল, ইউনিক হোটেল, ন্যাশনাল ব্যাংক, খান ব্রাদার্স ও বেস্ট হোল্ডিং।

আলোচ্য ৮ কোম্পানির শেয়ার বাজারকে টেনে নামিয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দাম কমাতে আজ ডিএসইর সূচক কমেছে ১৬ পয়েন্ট। অন্যদিকে, বাকি ২৪৭টি প্রতিষ্ঠানের দাম কমাতে ডিএসইর সূচক কমেছে ১১ পয়েন্ট। এদিন ডিএসইর সূচক কমেছে প্রায় ২৭ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে