ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ওজন কমিয়ে নজর কাড়লেন শাবনূর

২০২৪ জুন ২৪ ১৬:২৫:১৭
ওজন কমিয়ে নজর কাড়লেন শাবনূর

বিনোদন ডেস্ক : বাংলা চলচিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। যার অভিনয়ে আজও বুঁদ হয়ে আছেন বহু দর্শক। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

তবে বিয়ের পর নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে নিয়ে গেছেন এই অভিনেত্রী। এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।

অবশেষে দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শাবনূর। গত মে মাসে সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করে সিডনিতে গেছেন তিনি।

শিগগিরই দেশে ফিরবেন এই নায়িকা। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর।

‘রঙ্গনা’র দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। ওজন কমিয়ে রীতিমতো সবার নজর কেড়েছেন শাবনূর।

রোববার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন এই নায়িকা। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে শরীরের মেদ ঝরিয়েছেন তিনি।

নায়িকার এমন পরিবর্তনে উচ্ছ্বসিত দর্শকরাও। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও ঝড় তুলবেন পুরোনো শাবনূর।

তারিক/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে