ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Sharenews24

বেনজীরের স্ত্রী-সন্তানরাও হা‌জির হন‌নি দুদকে

২০২৪ জুন ২৪ ১৬:৫৯:১৮
বেনজীরের স্ত্রী-সন্তানরাও হা‌জির হন‌নি দুদকে

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তলব করা হয়েছিল। কিন্তু বেনজীরের মতো তারাও দুদকের ডাকে সাড়া দেননি।

সোমবার (২৪ জুন) সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল দুদক। তবে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হননি বেনজীরের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীর।

এর আগে, রোববার বেনজীর আহমেদকে দুদকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল। তিনিও দুদকে যাননি।

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন বলেছেন, বেনজীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল (আজ) তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারাও উপস্থিত না হলে তাদের বিষয়েও অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

এর আগে, গত ৯ জুন দুদকের জিজ্ঞাসাবাদে উপস্থিত হওয়ার কথা ছিল তাদের। কিন্তু আইনজীবীর মাধ্যমে আরও ১৫ দিন সময় চান বেনজীর পত্নী ও তার দুই কন্যা।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে