ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Sharenews24

১০ মাসে ১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছে বিদেশিরা

২০২৪ জুন ২৪ ১৯:৫৮:১৭
১০ মাসে ১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছে বিদেশিরা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা গত ১০ মাসে তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল কাদের আজাদের (এ কে আজাদ) লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। গত বছর জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিদেশিরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন।’

আবুল হাসান মাহমুদ আলী জানান, ভারতীয় নাগরিকরা ৫০.৬০ মিলিয়ন, চীন ১৪.৫৬, শ্রীলঙ্কা ১২.৭১, জাপান ৬.৮৯, কোরিয়া ৬.২১, থাইল্যান্ড ৫.৩০, যুক্তরাজ্য ৩.৫৯, পাকিস্তান ৩.২৪, যুক্তরাষ্ট্র ৩.১৭ মালয়েশিয়ার নাগরিকরা ২.৪০ মিলিয়ন ডলার নিয়ে গেছে। অন্যান্য দেশের নাগরিকরা ২১.৯২ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কেলেংকারি বন্ধে খেলাপি ঋণগ্রহীতা ও ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চিহ্নিতকরণ এবং উক্ত ঋণ গ্রহীতার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন নিরোধমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

এএেএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে