ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Sharenews24

ক্ষমা চাইলেন শান্ত

২০২৪ জুন ২৫ ১৬:১১:২০
ক্ষমা চাইলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক : গ্রুপ পর্ব থেকে তিন ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডে একেবারেই অচেনা হয়ে গেল বাংলাদেশ। তিনটি ম্যাচেই হেরেছে তারা। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় হারের পরও সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল তাদের।

সেন্ট ভিনসেন্টে সেমিফাইনালে যেতে বাংলাদেশের সমীকরণ ছিল ১২.১ ওভারে আফগানদের দেওয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করা। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় সেটি আর সম্ভব হয়নি। উল্টো সেমিফাইনাল করতে করতে ম্যাচই হারল বাংলাদেশ।

পুরো টুর্নামেন্টে দলের ফলে সন্তুষ্ট নন নাজমুল হোসেন শান্ত। আফগানদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর মতে ব্যাটিং ব্যর্থতার কারণে খারাপ করেছে দল।

শান্ত বলেন, ‘সব মিলিয়ে টুর্নামেন্ট নিয়ে বলব, আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের সমর্থকদের হতাশ করেছি। যাঁরা আমাদের খেলা দেখেন, সব সময় আমাদের সমর্থন করেন, তাঁদের আমরা হতাশ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। ব্যাটিং গ্রুপ আমরা দেশের মানুষকে ওইরকম ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত।’

তিনি বলেন, ‘এই হার অনেক হতাশার এবং অনেক কষ্টেরও। এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল, ম্যাচটা আগে আমরা জিতব। কিন্তু যদি সে রকম পরিস্থিতি হয়, ওই সুযোগটা আমরা নেব (সেমিফাইনালের সমীকরণ)। যেটা আমাদের হাতে ছিল, ওটা আমরা নিতে পারিনি। পুরো ব্যাটিং গ্রুপই আমরা বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিকল্পনা ছিল প্রথম ৬ ওভারে উইকেট রেখে রান বাড়িয়ে নেওয়ার। উইকেট থাকলে পরে সমীকরণে পূরণের একটা চেষ্টা চালাত তারা। তবে সেটি আর সম্ভব হয়নি নাভিন উল হকের তোপ দাগানো বোলিংয়ে। মাঝের ওভারে রশিদ খানের ঘূর্ণিতে ম্যাচই খুইয়েছে বাংলাদেশ।

শুরুতে দ্রুত উইকেট হারানো আর মিডল অর্ডার দায়িত্ব নিতে না পারায় ম্যাচ হেরেছে বললেন শান্ত, ‘পরিকল্পনা এ রকম ছিল—আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করব। যদি আমরা ভালো শুরু করি, দ্রুত উইকেট না পড়ে, ওই সুযোগটা নেব। কিন্তু যখন ৩টা উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল, কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি। তারপর বলব, মিডল অর্ডার সে রকম ভালো সিদ্ধান্ত নেয়নি। এ কারণে আমরা হেরে গেছি।’

তারিক/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে