ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Sharenews24

সেল প্রেসারে উত্থানের বাজারে ছন্দপতন

২০২৪ জুলাই ১০ ১৫:১৪:১৬
সেল প্রেসারে উত্থানের বাজারে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পতন প্রবণতায় আটকে থাকার পর চলতি জুলাই মাসের প্রথম কর্মদিবস থেকেই ঘুরে দাঁড়িয়েছে দেশের উভয় শেয়ারবাজার। টানা ৬ কর্মদিবস উত্থানের পর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থান হয় ২৬৬ পয়েন্ট।

আজ বুধবার আগের ৬ দিনের উত্থান ধারাবাহিকতায় লেনদেন শুরু হয়। লেনদেনের ৩৫ মিনিটের মাথায় ডিএসইর সূচক বৃদ্ধি পায় ৩৮ পয়েন্ট। তারপর থেকেই বাজার টানা নামতে থাকে। বেলা সোয়া ১১টায় সূচক আগের দিনের অবস্থানে ফিরে আসে। এই সময় বাজারে কিছুটা বাই প্রেসার বাড়তে দেখা যায়। ফরে বাজার আবারও ওপরের দিকে উঠতে থাকে।

বেলা ১২টা ১০ মিনিটে ডিএসইর সূচক আবার ২৪ পয়েন্ট বেড়ে লেনদেন হতে থাকে। এই সময়ে আবারও সেল প্রেসারের চাপ দেখা যায়। ফলে আবারও পেছনে যেতে থাকে উভয় বাজার। তারপর বেলা ১টা ০৫ মিনিট পর্যন্ত বাজার ইতিবাচক অবস্থায় দাঁড়িয়ে থাকে। তারপর আর ছন্দ ধরে রাখতে পারেনি। পেছনের দিকে হাঁটতে থাকে।

এরপর বেলা ১টা ২২ মিনিটে ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে যায়। এই সময়ে বাজার ফের ওঠার চেষ্টা করে। যার ফলে বেলা ১টা ৩৩ মিনিটে সূচকের পতন ১১ পয়েন্ট পর্যন্ত পতন হয়। তারপর আবারও সেল প্রেসার দেখা যায়। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। বেলা ২টা ১৪ মিনিটে ডিএসইর সূচক ৩৪ পয়েন্ট খোয়া যেতে দেখা যায়। শেষবেলায় অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের পতন কমে দাঁড়ায় ২৬ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত ৬ দিনে ডিএসইর সূচক বেড়েছে ২৬৬ পয়েন্ট। এই সময়ে নতুন করে যারা শেয়ার কিনেছেন, তারা তাদের শেয়ারে মুনাফায় রয়েছেন। তাদের মুনাফা তোলার চাপে বাজারে কিছুটা ছন্দপতন দেখা যাচ্ছে। তাঁরা বলছেন, বাজার দুই-এক দিন মিশ্র প্রবণতায় থাকার পর আবারও সামনের দিকে অগ্রসর হবে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ বুধবার (১০ জুলাই) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৯৬৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার কোটি ১৯ কোটি টাকার।

আজ ডিএসইতে ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএই) ওয়েবসাইটে আজও চলছে ইন্টারনেট বিভ্রাট। যে কারণে স্টক এক্সচেঞ্জটির তথ্য লেনদেন শেষে সোয়া ৩টা পর্যন্ত পাওয়া যায়নি।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে