ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Sharenews24

ডিজিটাল ব্যাংক স্থাপনে তিন বিদেশি পার্টনার পেয়েছে গ্রীন ডেল্টা

২০২৩ আগস্ট ২১ ০৬:৫৩:০৮
ডিজিটাল ব্যাংক স্থাপনে তিন বিদেশি পার্টনার পেয়েছে গ্রীন ডেল্টা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রিন ডেল্টা ইন্সুরেন্স প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক ‘ইয়েহ ডিজিটাল ব্যাংক পিএলসি’ স্থাপনে কৌশলগত তিনটি বিদেশি পার্টনার পেয়েছে।

ডিজিটাল ব্যাংক স্থাপনে দেশের যে ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছে, তার মধ্যে গ্রিন ডেল্টার আবেদনও অন্তর্ভূক্ত।

তিনটি বিদেশী কৌশলগত পার্টনার প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে ৭০ শতাংশ শেয়ার ধারণ করবে। বাকি ৩০ শতাংশ শেয়ারের মধ্যে গ্রিন ডেল্টার শেয়ার থাকবে ৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ শেয়ার ধারণ করবে এসএসডি টেক এবং কিছু স্থানীয় ব্যক্তি।

গ্রীন ডেল্টার বিদেশী কৌশলগত অংশীদারদের মধ্যে রয়েছে সিঙ্গাপুর-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মিনটেক (Mintech), যেটি ইতিমধ্যেই বিভিন্ন বাজারে প্রায় ৩০টি ডিজিটাল ব্যাংককে সফটওয়্যার এবং অ্যাপ সমাধান প্রদান করছে।

সিলভারহর্ন নামে আরেকটি বিদেশী অংশীদার হংকং এবং সিঙ্গাপুর-ভিত্তিক বিনিয়োগকারী সংস্থা। যেটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি বাজারে নেতৃস্থানীয় ডিজিটাল ব্যাংকিং এবং ডিজিটাল ঋণদান সংস্থাগুলিতে কৌশলগত বিনিয়োগ করেছে।

চীন এবং হংকং-ভিত্তিক গ্লোবাল ডিজিটাল মার্কেট এজেন্সি ইয়াহমোবি যেটি গুগল, ফেসবুক এবং ইউটিউব সহ বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলির সাথে কাজ করে সেই ইয়াহমোবিও কনসোর্টিয়ামে যোগ দিয়েছে।

শেয়ারনিউজ, ২১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে