ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
Sharenews24

মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানায় পরিবর্তন

২০২৩ আগস্ট ২১ ১২:৫১:০৮
মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজের মালিকানায় পরিবর্তন এসেছে। কোম্পানিটির পূর্বের সব পরিচালকেরা তাদের শেয়ার হস্তান্তর করে দিয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির পর্ষদেও এসেছে পরিবর্তন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মোর্শেদ, সিইও ড. লতিফা বিনতে লুৎফর, পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী ও পরিচালক আশাদুর রহমান মির্জা তাদের সব শেয়ার বা ৩০ লাখ ২২ হাজার ৯০০ শেয়ার মেহমুদ ইক্যুইটিজ লিমিটেডের কাছে হস্তান্তর করেছেন।

এরপর মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড কোম্পানিটির নতুন করে পর্ষদ গঠন করেছে। যেখানে ড. একেএম শাহাবুব আলমকে এমডি পদে নিয়োগ দিয়েছে।

এছাড়া শওকত মেহমুদ ও নয়ন মেহমুদকে কোম্পানির পরিচালক পদে নিয়োগ দিয়েছে।

আর ওমর ফারুককে কোম্পানির সচিব হিসাবে নিয়োগ দেওয়ার হয়েছে।

শেয়ারনিউজ, ২১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে