ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Sharenews24

বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়

২০২৪ জুন ১৪ ০৬:০১:১৩
বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায়

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যেত, তাহলে বিশ্বকাপে টিকে থাকত শ্রীলঙ্কা। কিন্তু সেই আশা ভেস্তে গেছে। বাংলাদেশ-নেদারল্যান্ডস খেলা অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ নেদারল্যান্ডসকে কাঁদিয়েছে সুপার এইটের পথে এগিয়ে গেলো টাইগাররা।

ফলে বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেল। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার। ডি গ্রুপে ৩ ম্যাচে স্রেফ এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা।

বিশ্বকাপে শ্রীলঙ্কার শুরুটা হয় দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটের হার দিয়ে। পরের ম্যাচে বাংলাদেশের কাছে দুই উইকেটে হারে তারা। তাই সুপার এইটে নাম লেখানোর জন্য তাদের সমীকরণ ছিল জটিল।

কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর লঙ্কানদের বাদ পড়াটা ছিল কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত সেটাই হলো। আগামী ১৭ জুন ডাচদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে তারা।

এদিকে ডি গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইটে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শেয়ারনিউ, ১৪ জুন ২০২৪

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে