ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
Sharenews24

বকেয়া বেতন-ভাতার দাবিতে অনশনে অবসরপ্রাপ্ত প্রকৌশলী

২০২৪ জুন ১৫ ১২:৫৩:২২
বকেয়া বেতন-ভাতার দাবিতে অনশনে অবসরপ্রাপ্ত প্রকৌশলী

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন ও অবসর ভাতা পেতে আমরণ অনশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন।

শুক্রবার (১৪ জুন) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঠাকুরাগঁও প্রেস ক্লাব চত্বরে তিনি অবশন কর্মসূচি পালন করেন।

তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ১৯৮৩ সালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্ম ভিত্তিক সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়ে প্রথম গাইবান্ধার উপ-বিভাগীয প্রকৌশলী পদে যোগদান করেন।

এর পর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের পর ঠাকুরগাঁওয়ে হিসাব রক্ষণ কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে উচ্চতর স্কেলে বেতন ভাতা আহরণ করেন।

পরবর্তিতে ১৯৯৬ সালে হিসাব রক্ষণ কার্যালয় নিরীক্ষা কালে নিরীক্ষা দল তার উচ্চতর স্কেলে বেতন ভাতা আহরণের উপর আপত্তি উত্থাপন করে। এ অবস্থায় ২০০০ সালে তার চাকুরী রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত করা হয়।

এ অবস্থায় ২০১০ সালের জুন মাসে তিনি অবসরে যান। পরবর্তিতে দীর্ঘ ১২ বছর অতিবাহিত হলেও তিনি তার বকেয়া বেতন-ভাতা ও অবসর ভাতা আহরণ করতে পারেননি।

তার বয়স ৭২ বছর অতিক্রম করেছে উল্লেখ করে তিনি তার বকেয়া বেতন-ভাতা, অবসর ভাতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে