ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Sharenews24

ফ্রিজে গরুর মাংস পাওয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ১১ বাড়ি

২০২৪ জুন ১৬ ১৪:২৯:৪৮
ফ্রিজে গরুর মাংস পাওয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ১১ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১১ জনের ফ্রিজে গরুর মাংস পাওয়ায় তাদের প্রত্যেকের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার (১৫ জুন) ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলা শহরে ঘটে। খবর পিটিআইয়ের

প্রতিবেদনে বলা হয়, নৈনপুরের ভাইনওয়াহি এলাকায় জবাইয়ের জন্য বিপুল সংখ্যক গরু আনার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা রজত সাকলেচা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ১৫০টির মতো গরু বাঁধা পেয়েছি। এছাড়া অভিযুক্ত ১১ জনের বাড়িতে ফ্রিজেও মাংস ছিল। তাদের কাছে গরুর চর্বি, চামড়া ও হাড় ছিল। মধ্যপ্রদেশে গরু জবাই করলে সাত বছরের কারাদণ্ডের আইন রয়েছে।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে জব্দ করা মাংস গরুর। আমরা প্রাথমিক ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদে নমুনাও পাঠিয়েছি।’

বাড়ি ভাঙার ব্যপারে তিনি বলেন, অভিযুক্ত ১১ জনের বাড়ি সরকারি জমিতে থাকায় ভেঙে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মাংসগুলো জব্দ করার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করা হয়। বাকি ১০ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্তরা সবাই মুসলিম।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে