ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
Sharenews24

কুয়েতে মৃত প্রবাসীর স্বজনদের খুঁজছে বাংলাদেশ দূতাবাস

২০২৪ এপ্রিল ২৯ ২৩:০৬:০৫

কুয়েতে মৃত প্রবাসীর স্বজনদের খুঁজছে বাংলাদেশ দূতাবাস

প্রবাস ডেস্ক : কুয়েতে বাংলাদেশ দূতাবাস কুয়েতে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মোবারকের পরিবার ও আত্মীয়দের খোঁজ করছে।

সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতাবাসের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলতি বছরের ২৩ মার্চ কুয়েতে মারা যান মোহাম্মদ মোবারক। তার মরদেহ দেশের ফারওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত মোহাম্মদ মোবারকের পাসপোর্টে জরুরি যোগাযোগের নম্বরে কল করেও খুঁজে পাওয়া যায়নি।

মৃত মোহাম্মদ মোবারকের মরদেহ দেশে পাঠানো অথবা কুয়েতে সৎকারের জন্য বাংলাদেশে তাঁর স্বজনের/ওয়ারিশদের অনাপত্তিপত্রের প্রয়োজন। পাসপোর্ট অনুযায়ী মোবারকের বাবার নাম ইরফান খান, মা রহিমা। মোবারকের জন্ম তারিখ ১০ এপ্রিল ১৯৮০; ঠিকানা: সোয়ানি, জয়মন্ডপ, সিঙ্গাইর, মানিকগঞ্জ।

মৃত মোহাম্মদ মোবারকের স্বজন/ওয়ারিশদের দূতাবাসের নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে:

ফরিদ হোসেন, কল্যাণ সহকারী, মোবাইল ফোন নম্বর +৯৬৫ ৯৪৪২৯৭৪৪ ও আনোয়ার সাদাত, কল্যাণ সহকারী, মোবাইল ফোন নম্বর +৯৬৫ ৯৯৪৬৭৫৩৮।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে