ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Sharenews24

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসছে বাংলা ব্যান্ড সংগীতের আসর

২০২৪ মে ১৬ ১১:৩৫:২৯
যুক্তরাষ্ট্রের মিশিগানে বসছে বাংলা ব্যান্ড সংগীতের আসর

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মিশিগানে বসছে বাংলা ব্যান্ড সঙ্গীতের আসর। আগামী শনিবার (১৮ মে) বিকাল ৪টায় ওয়ারেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে এই ব্যান্ডটি 'গ্রেট লেকস বাংলা রক' নামে একটি কনসার্ট করবে।

মিশিগান বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাংলা রক মিউজিকের জাদু প্রবাসীদের কাছে পৌঁছে দিতে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার এই উদ্যোগ নিয়েছে। সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলা ব্যান্ড দল 'রিদম অব বাংলাদেশ'।

অনুষ্ঠানে উত্তর আমেরিকার ৫টি বাংলা ব্যান্ড পারফর্ম করবে। ব্যান্ডগুলো হলো- রিদম অব বাংলাদেশ, টেন অ্যান্ড হাফ মাইলস, দি চ্যাপ্টার, ক্র্যাক অন্য দ্য ব্যাক এবং মেইলস্ট্রম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কো-অর্ডিনেটর মৃদৃল কান্তি সরকার, রিদম অব বাংলাদেশের পক্ষে সাফকাত রহমান আবীর ও সাফিউল বশির সাফী।

বিকাল ৪টায় দর্শনার্থীদের জন্য গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের এই ব্যান্ড মিউজিক ইভেন্টটি সপরিবারে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে