ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, নিহত ১১৩

২০২৩ সেপ্টেম্বর ২৭ ১২:৪৪:১৭
বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, নিহত ১১৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। খবর রয়টার্সের

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আল-হামদানিয়া জেলার একটি বিশাল হল রুমে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই বিয়ের অনুষ্ঠান চলছিল। জেলাটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক।

জানা গেছে, বিয়ের এ আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন। বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে।

বাগদাদ থেকে আল-জাজিরার মাহমুদ আবদেলওয়াহেদ জানান, দাহ্য বস্তু ও স্বল্পমূল্যের নির্মাণ উপকরণ দিয়ে ওই হলের সিলিং বানানো হয়েছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

শেয়ারনিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে