ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিলেন প্রেমিকা

২০২৩ নভেম্বর ২৯ ১৭:৪৬:৫৭
অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক : কুকুরের জলাতঙ্ক চিকিৎসার জন্য ইনজেকশনের সুই এনেছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো কুকুরের শরীরে নয়, ঢুকলো তার নিজের চোখেই। প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে এক পর্যায়ে সেই সুই দিয়ে জখম করে দিলেন প্রেমিকের চোখ।

জানা যায়, অন্য মেয়ের দিকে তাকানোয় ওই ব্যক্তির প্রেমিকা সান্দ্রা জিমেনেজ তার চোখে দুটি সুঁই দিয়ে আঘাত করেন। গত শনিবার এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে।

পুলিশ জানায়, ইনজেকশন দিয়ে আঘাতের পর ভুক্তভোগী ব্যক্তির চোখের পাতা ছিদ্র হয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রেমিকা। তবে কয়েক ঘণ্টা পরে বাড়ির বাইরে একটি গাড়ির ভেতর ঘুমন্ত অবস্থায় তাকে খুঁজে পায় পুলিশ।

তবে অভিযুক্ত প্রেমিকা নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার দাবি, অভিযোগকারী নিজের হাতেই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে