ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

২০২৩ নভেম্বর ৩০ ১৮:১২:২৪
দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে কোম্পানি দুটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ডের এই ঘোষণা দিয়েছে। কোম্পানি দুটি হলো- আফতাব অটোমোবাইলস লিমিটেড ও সমতা লেদার লিমিটেড।

আফতাব অটোমোবাইলস

কোম্পানিটির পরিচালনা পর্ষদ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৪ পয়সায়।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর ।

সমতা লেদার

কোম্পানিটির পরিচালনা পর্ষদ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ০.৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৩৪ পয়সা। যা আগের বছর ছিল ১৪ টাকা ৩০ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর ।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে