ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

সিআইপি তালিকায় ৩১ জন আমিরাত প্রবাসী

২০২৩ ডিসেম্বর ০১ ১৭:৫৬:২৫
সিআইপি তালিকায় ৩১ জন আমিরাত প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০২১ সালের জন্য সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসাবে ৩টি বিভাগে সারা দেশ থেকে মোট ৮৫ জন প্রবাসী বাংলাদেশিকে নির্বাচন করেছে।

জানা যায়, ‘বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে এক জন, ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৭৪ জন ও ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ১০ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি নির্বাচিত করেছে সরকার।

এই তালিকার ৩১ জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তারা যেমন বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে এই স্বীকৃতি অর্জন করেছেন, তেমনি নিজেদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে অনুপ্রাণিত করছেন।

সিআইপিরা বলছেন, এই তালিকা ক্রমান্বয়ে বৃদ্ধি করা গেলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে প্রতিযোগিতা বাড়বে। অন্তত, এই সংখ্যা এক হাজারে উন্নত করার দাবি করেন তারা। সরকারিভাবে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা ও বিমানবন্দরে বিড়ম্বনা কমানোর দাবিও করেন তারা।

নির্বাচিত সিআইপিরা দেশটিতে নানা ধরনের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। তাদের অধীনে কাজ করছেন দেশী-বিদেশি শত শত শ্রমিক। নিজেদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য উৎসাহিত করছেন তারা।

শেয়ারনিউজ, ০১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে