ঢাকা, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
Sharenews24

৩৫ দিনে র‍্যাবের হাতে গ্রেফতার ৮১০

২০২৩ ডিসেম্বর ০১ ২১:২৮:৩৩
৩৫ দিনে র‍্যাবের হাতে গ্রেফতার ৮১০

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ দিনে ৮১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

আ ন ম ইমরান খান বলেন, শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

একইদিন সিলেটের শাহপরান (রহ.) থানা এলাকা থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

আর গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় অভিযান চালিয়ে এক মাস ৫ দিনে ৮১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শেয়ারনিউজ, ০১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে