ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Sharenews24

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

২০২৩ ডিসেম্বর ০২ ২০:৩১:২৫
বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জেলা পর্যায়ের তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ শনিবার (০২ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নির্বাচনকে ঘিরে এর আগে আরও ১৫ জনকে বহিস্কার করেছিল বিএনপি। এই নিয়ে মোট ১৮ জনকে বহিষ্কার করল দলটি।

নতুন বহিস্কৃত নেতারা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ ও মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক এবং বান্দরবান জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছ।

দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ওয়াহিদ মুরাদ ও আনোয়ারুল হক বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম) থেকে যথাক্রমে টাঙ্গাইল-৬ ও টাঙ্গাইল-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

শেয়ারনিউজ, ০২ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে