ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

তথ্যপ্রযুক্তি খাতের চার কোম্পানির মুনাফা ঊর্ধ্বমুখী

২০২৩ ডিসেম্বর ০৯ ১৬:২২:৪৭
তথ্যপ্রযুক্তি খাতের চার কোম্পানির মুনাফা ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইা) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ৪টি কোম্পানির মুনাফা ঊর্ধ্বমুখী রয়েছে। যেগুলো হলো- আমরা নেট, বিডি কম, ই-জেনারেশন ও আইটিসি লিমিটেড।

আমরা নেট

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৮ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৮ টাকা ১১ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬৬ পয়সা।

বিডি কম

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৬ টাকা ০৬ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৬ পয়সা।

ই-জেনারেশন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪২ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২২ টাকা ৫০ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৯ পয়সা।

আইটিসি

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৯ টাকা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ০১ পয়সা।

এছাড়া, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেম, ডেফোডিল কম্পিউটার্স, জেনেক্স ইনফোসিস ও আএএসএন লিমিটেডের মুনাফা কমেছে।

অন্যদিকে, ইনটেক লিমিটেড এখনো সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদনও প্রকাশ করেনি।

শেয়ারনিউজ, ০৯ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে