ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Sharenews24

নিরাপত্তা পরিষদ প্যারালাইজড : জাতিসংঘ মহাসচিব

২০২৩ ডিসেম্বর ১০ ২১:৪৪:১৬
নিরাপত্তা পরিষদ প্যারালাইজড : জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্যারালাইজড বা অকার্যকর হয়ে পড়েছে বলে আফসোস করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ।

গাজায় ইসরাইলের বর্বর হামলা বন্ধে যুদ্ধবিরতি কার্যকরে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার নিন্দাও জানান তিনি।

রোববার কাতারের দোহায় একটি ফোরামে অংশ নিয়ে এ মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। এএফপি জানিয়েছে, গুতেরাঁ যেদিন এ মন্তব্য করেছেন তার এক দিন আগেই নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব তোলা হয়েছিল। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যই প্রস্তাবে সমর্থন জানায়।

তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোয় শেষ পর্যন্ত তা সফলতার মুখ দেখেনি। যুদ্ধের প্রথম থেকেই যুক্তরাষ্ট্র ইসরাইলকে একতরফা সমর্থন দিয়ে আসছে।

এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের বিভক্তির কারণে এই পরিষদ প্যারালাইজড হয়ে গেছে। এ বিভক্তির কারণে হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না।

এতে জাতিসংঘের ‘বিশ্বাসযোগ্যতা’ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজা পরিস্থিতির এত দ্রুত অবনতি হচ্ছে যে তা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এ

র প্রভাব এমন হবে যে ফিলিস্তিনিরা হয়তো আর কখনই ঘুরে দাঁড়াতে পারবে না।

শেয়ারনিউজ, ১০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে