ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Sharenews24

অবশেষে অস্বাভা‌বিক দর বৃ‌দ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

২০২৩ ডিসেম্বর ১১ ১১:২৩:৩৮
অবশেষে অস্বাভা‌বিক দর বৃ‌দ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব রুগ্ন প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসের শেয়ারের অস্বাভা‌বিক দর বৃ‌দ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত করতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১০ ডিসেম্বর) বিএসইসি থেকে এই সংক্রান্ত একটি চিঠি ডিএসইকে পাঠানো হয়েছে।

বিএসইসি’র চিঠিতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর শ্যামপুর সুগারের শেয়ার দর ছিল ৯২ টাকা। যে শেয়ারটি ২৬ অক্টোবর বেড়ে দাঁড়ায় ১৫৬ টাকা ২০ পয়সা। অর্থাৎ ১ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৬৪ টাকা ২০ পয়সা বা ৭০ শতাংশ।

এই অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে ডিএসইকে ১৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সময়কালীন লেনদেনের উপর তদন্ত করতে বলেছে বিএসইসি।

কমিটিকে পরবর্তী ২০ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ১১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে