ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪
Sharenews24

দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো: অর্থমন্ত্রী

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৭:১৫:২৩
দুর্বল ব্যাংক সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো, তাই এটি হতেই পারে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, দু-একটি তো একেবারেই কাজ করতে পারছে না, তাদের তো মার্জ করাই ভালো। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে ও কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

এসময় সাংবাদিকরা দুর্বল ব্যাংকের একীভূতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা স্ট্রং তাদের সঙ্গে মার্জ করা যেতে পারে। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হয়ে থাকে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, যেখানে মুক্ত অর্থনীতি আছে সেসব দেশে তো সবসময় একীভূত হয়। একেবারেই কাজ করছে না, তার চেয়ে তো একটি ভালো ব্যাংকের সঙ্গে মার্জ করাই ভালো। এটি হলো আইডিয়া। তবে এটি অবশ্যই সম্ভব।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব আসুক, তারপর দেখা যাবে। এটার জন্য সময় দিতে হবে।

শেয়ারনিউজ, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে