ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Sharenews24

বন্ধ হলো আইফেল টাওয়ার

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৭:৪৪:১১
বন্ধ হলো আইফেল টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের আইকনিক স্থাপনা আইফেল টাওয়ার শ্রমিকদের ধর্মঘটের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ফরাসি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

প্রতিবেদনে খবরে বলা হয়েছে, আইফেল টাওয়ারের ব্যবস্থাপনা আরও উন্নত করতে শ্রমিকরা ধর্মঘট করছেন।

শ্রমিকদের কথায়, টাওয়ার থেকে আয় অনেক বাড়িয়ে দেখানো হয়। কিন্তু এটি রক্ষণাবেক্ষণের জন্য তেমন খরচ করা হয় না।

আইফেল টাওয়ার শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি ডেনিস ভাভাসোরি ফ্রান্স ইনফোকে বলেন, সাধারণত প্রতি সাত বছর পর পর আইফেল টাওয়ারে রং করা হয়। কিন্তু গত ১৪ বছরে তেমন কিছুই করা হয়নি। এটি স্পষ্ট জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

আইফেল টাওয়ারের নির্মাণকাজ শুরু হয় ১৮৮৭ সালের জানুয়ারি মাসে। এরপর নির্মাণকাজ শেষে ১৮৮৯ সালের ৩১ মার্চ দর্শনার্থীদের জন্য এই আইকনিক স্থাপনা খুলে দেওয়া হয়।

এটি এক হাজার ৬৩ ফুট উঁচু। ১৯৩০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ছিল আইফেল টাওয়ার।

দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে আকর্ষণীয় এক জায়গা হলো দৃষ্টিনন্দন এই আইফেল টাওয়ার। প্রতি বছর সেখানে ৭০ লাখ পর্যটক ভিড় করেন।

শেয়ারনিউজ, ২০ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে