ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
Sharenews24

সিমেন্ট খাতে মূলধনের বেশি রিজার্ভ ৫ কোম্পানির

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৯:০৩:৪৫
সিমেন্ট খাতে মূলধনের বেশি রিজার্ভ ৫ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত ৭টি কোম্পানির মধ্যে পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ রয়েছে ৫টির, কম রিজার্ভ রয়েছে ১টির এবং মাইনাস রিজার্ভ রয়েছে ১টির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

পরিশোধিত মূলধনের চেয়ে বেশি রিজার্ভ থাকা ৫টি কোম্পানি হলো- কনফিডেন্স সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, মেঘনা সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।

কনফিডেন্স সিমেন্ট : সিমেন্ট খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে কনফিডেন্স সিমেন্ট পিএলসি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৬ কোটি২৬ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪২২ কোটি০৫ লাখ টাকা।

ক্রাউন সিমেন্ট : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৩৩১ কোটি ০৩ লাখ টাকা।

হাইডেলবার্গ সিমেন্ট : কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫১ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৮২ কোটি ৮৯ লাখ টাকা।

মেঘনা সিমেন্ট : কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫৯ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১২০ কোটি ৫৯ লাখ টাকা।

প্রিমিয়ার সিমেন্ট : কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪৭৫ কোটি ৯৮ লাখ টাকা।

এদিকে, পরিশোধিত মূলধনের চেয়ে বেশি রিজার্ভ থাকা কোম্পানিটি হলো- লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৬১ কোটি ৩৮ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৬০৯ কোটি ৬৮ লাখ টাকা।

অপরদিকে, পরিশোধিত মূলধনের চেয়ে মাইনাস রিজার্ভ থাকা কোম্পানিটি হলো- আরামিট সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৮৮ লাখ টাকা। বিপরীতে মাইনাস রিজার্ভ রয়েছে ১৫ কোটি ২২ লাখ টাকা।

শেয়ারনিউজ, ২০ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে