ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
Sharenews24

সিডনিতে ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের ফাল্গুন উৎসব

২০২৪ ফেব্রুয়ারি ২১ ১০:০৯:৩১
সিডনিতে ঢাবি’র প্রাক্তন শিক্ষার্থীদের ফাল্গুন উৎসব

প্রবাস ডেস্ক : বিদেশেও উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীরা। তাদের অস্তিত্ব চেনাতে সর্বদা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখেন। সেই প্রয়াসেই এবার সাজলেন হলুদ রঙে, উদযাপন করলেন চিরচেনা ফাগুন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন। এমন দিনে সবাই পূর্ব পরিকল্পনার দিলেন বাস্তবরূপ। সবার অংশগ্রহণে সিডনির মাউন্ট আনান বোটানিক্যাল গার্ডেন পরিণত হলো হলুদের স্বর্গে।

দেখা মিলল ঢাবির সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ। হলো বসন্তবরণ, ‘ফাল্গুনে আমরা’ নামে উদযাপিত হলো আয়োজন।

তারা এখনো অনুভব করেন প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেলে আসা সেই উচ্ছ্বাস। একসঙ্গে ফিরে পেতে চান আগের দিনগুলো। সেই প্রত্যাশায় এ আয়োজনে।

হলুদ ছাড়াও সবুজ আর বাহারি রঙের পোশাকে প্রাক্তন শিক্ষার্থীদের সমাগম প্রাণবন্ত করে তোলে পরিবেশকে, ফুটে ওঠে চেনা উৎসবের আমেজ।

উৎসবে হরেক রকম পিঠা, মিষ্টি, পেঁয়াজু, ডাল পুরী, সিঙ্গারা, চটপটি, ঝালমুড়ির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশীয় গানের সুরের মূর্ছনা সবার মনে আনে বাঁধভাঙা উচ্ছ্বাস।

হাতপাখা, মাটির তৈরি নানা তৈজসপত্র আর ছোট ছোট ব্যানারে ছিল ফাগুনের বার্তা। সেই সঙ্গে কবিতা, রম্যকথা, বন্ধুদের আড্ডা আর খুনশুটি ফিরিয়ে নিয়ে যায় মধুর সময়ে।

শেয়ারনিউজ, ২১ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে